
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে রাজশাহীগামী বাংলাবান্ধাএক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর সন্ধ্যা ৭ টাতেও ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে আব্দুলপুর রেলওয়ে জংশন ছেড়ে যায়নি। পরে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন চালু করলে ইঞ্জিনের একটি পিন ভেঙ্গে বিকল হয়ে পড়ে। এরফলে ট্রেনটি জংশনেই আটকা পড়ে। পরে ঈশ্বরদী রেলওয়ে কার্যালয়ে সংবাদ দেওয়া হয়। একটি ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেনটি জংশন থেকে ছেড়ে যাবে। এতে প্রায় তিন ঘন্টা ট্রেনটি আব্দুলপুর জংশনে আটকা পড়ে থাকে। তবে অন্য কোন ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকেল ৪.২০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা ছিলো ট্রেনটির।

আব্দুল কাদের নামে এক যাত্রী জানান, বাংলাবান্ধা ট্রেন রাজশাহীতে যাওয়ার জন্য তিনি নিধারিত সময় বিকেল ৪.২০ মিনেটে স্টেশনে এসছিলেন। কিন্তু সন্ধ্যা ৭টাতেও ট্রেন ছাড়েনি। এতে চরম দুর্ভোগে পড়তে হয় বলে জানান তিনি।
আব্দুল্লা আল মামুন নামের এক যাত্রী জানান, বিকেল ৪.২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আড়াই ঘন্টা ধরে স্টেশনে বসে আছেন। এখনো ট্রেন ছাড়েনি, কখন ছাড়বে তাও ঠিক নেই তাই বাড়ি ফিরে যাচ্ছেন তিনি।’


