
বিএনপিসহ সমমনা দলের ডাকা তিন দিন অবরোধ কর্মসুচীর প্রথম দিন নাটোরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাসহ দূরপাল্লার রুটের যাত্রি নেই। যাত্রি সংকটের কারনে বাস চলাচল কম চলাচল করছে। আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা। কিন্তু যাত্রি না থাকায় বাসগুলিকে স্ট্যান্ডে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী কম থাকায় সেগুলো সময়মতো ছাড়ছে না। টার্মিনাল এলাকায় মাইকিং করেও যাত্রির দেখা মিলছেনা।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান বলেন,তারা এই অবরোধ প্রত্যাখান করেছেন। মঙ্গলবার সকাল থেকে তারা দুরপাল্লা সহ আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। কিন্তু যাত্রি স্বল্পতার জন্য গাড়ি চলছে।



