
এমন খবর চাউর হওয়ার পর সন্ধিগ্ধ শহরের লোকজনের মধ্যে হইচই পড়ে গেল। তারা বলতে শুরু করলেন, দলে একাধিক প্রার্থী এবং বিভেদ-কোন্দল অব্যাহত থাকায় এ আসনটি ছেড়ে দিতে চলেছে আওয়ামী লীগ।
সেসময় হঠাৎ করেই আওয়ামী লীগ দলীয় কর্মীরা রাস্তায় নেমে শ্লোগান দিতে থাকলে পাল্টে যায় গুমোট ভাব; জানা গেল মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ শফিকুল ইসলাম শিমুল। সাথে সাথেই ফেসবুকে দেখা গেল, শিমুল তার মনোনয়ন চিঠিসহ ছবি পোস্ট করেছেন।
শিমুলের মনোনয়ন পাওয়ার খবরে এখন নাটোর শহরে উৎসবের আমেজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা শিমুলকে বরণ করে নেয়ার অপেক্ষায়।



