
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে দলীয় নেতাকর্মীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সিনেপ্লেক্সের ৩০০টি আসন অগ্রীম বুকিং দিয়ে রেখেছিলেন তিনি। সন্ধা ৬টার শো’তে এমপি শিমুলসহ তার সাথে আসা ৫০০ জন নেতাকর্মী ও সাধারণ মানুষ সিনেমাটি দেখেন। এসময় গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ আগত ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





