
নাটোরে চার দফা দাবিতে মানববন্ধন করেছে সদর হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ ইন্টার্নশিপ ডিপ্লোমা চিকিৎসকরা । শনিবার নাটোর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিডিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রহমান, সদস্য ডাঃ আব্দুল্লাহ, ডাঃ তানভীর আহমেদ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, ইন্টার্নশিপ বহাল রেখে সব অসঙ্গতি পূর্ণ কারিকুলাম সংশোধন, এলাইড হেল্থ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী করেন তারা।



