
দিনব্যাপী চক্ষু শিবিরে সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবিবেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে ৫জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন।
সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চক্ষু শিবিরের সমন্বয়ক আঃ আলিম জানান, দিনব্যাপী সহস্রাধিক রোগীদের সেবা প্রদান করা হয়েছে যারমধ্যে মধ্যে ৩৫০জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে। এছাড়াও ১৫০জন রোগীকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেয়া হবে। তাদের যাতায়াত ও ঔষধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।



