
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন কালে এসব কথা বলেছেন। প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্যলা উপিস্থিত ছিলেন।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় সিংড়া প্রেসক্লাব নিজস্ব ভবন পেল, যা সদস্যরা ভবিষ্যতে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
উল্লেখ্য, জেলা পরিষদ প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে সিংড়া প্রেস ক্লাবের নিজস্ব ভবন নির্মান করে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একুশে টেলিভিশন, দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি ও নাটোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগোনাটোর ২৪ ডটকমের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।



