নাটাের অফিস॥
একেই বলে যাদুকারী চায়না জাল। শক্তিধর জলজ প্রানিও রক্ষা পায়িন এই জালের যাদুকরীতে। তিনটি বিশাল গোখরো সাপ এক সাথে আটকা পড়ে যায় এই জালে। চিল্লাফাল্লা বা ফাঁস ফোঁস করেও রক্ষা হয়নি তাদের। পরিবেশ কর্মীরা গিয়ে তাদের তিনজনকে রক্ষা করেছে। বৃহস্পিতবার নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের পাকিশা গ্রামে ঘটনাটি ঘটে।
এদিকে তিনটি বিশাল গোখেরা সাপ যাদুকরী চায়না জালে আটকা পড়ার খবরে উৎসুক মানুষ সেখােন গিয়ে ভির করে।
চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার পাকিশা গ্রামে জমিতে পেতে রাখা যাদুকারী চায়না জালে আটকা পড়া মাছ খেতে গিয়ে আটকা পড়ে তিন তিনটি গোখরো সাপ। খবর পেয়ে চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সেখানে গিয়ে জাল সহ সাপ তিনিট জব্দ করে রাজশাহী বনবিভাগকে জানানাে হয়। তিন জানান এসময় সাপটিকে না মেরে সংশিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আসা পর্যন্ত অপেক্ষা করার মানুষকে বোঝানো হয়। এসময় চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য পরিবেশ রক্ষায় সকলকে সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিলি করে। এসময় পরিবেশ রক্ষার জন্য এলাকার মানুষদের কাছে থেকে যাদুকারী চায়না জাল নিষিদ্ধ করার জোড়ালো দাবী তোলা হয়।




