
এর আগে মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জাগোনাটোর ২৪ ডটকমকে বলেন, ‘প্রাপ্ত গোয়েন্দা তথ্যের আলোকে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাটোরে কোনরুপ সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবুও মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।’
এদিকে রায় ঘোষণা কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বুধবার সকাল থেকেই রাজপথে অবস্থান নেবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে জানা গেছে।



