নাটোর অফিস ॥
নাটোরের সিংড়া থেকে ৩৬ কেজি ৯শ গ্রাম গাঁজা ও ১ টি কাভার্ট ভ্যান সহ কাভার্ড ভ্যান চালক নাঈম সরকার (২৩) লাভলু সরকার (২১), মজনু মিয়া(২৭) নামে তিন জনকে আটক করেছে র্যাব। জব্দকৃত গাঁজার বাজার মুল্য ১১ লাখ ৭ হাজার টাকা। শুক্রবার ভোর রাতে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে সিংড়া ডাক বাংলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। কাভার্ড ভ্যান চালক নাঈম সরকার গাজিপুর জেলার পশ্চিম বিলাসপুর গ্রামের দুলাল সদারের ছেলে, লাভলু সরকার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা (বালারহাট) গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং মজনু মিয়া
একই জেলার উলিপুর থানার বামনাছড়া নয়াগ্রামের মতিয়ার রহমানের ছেলে।
সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে সিংড়া ডাক বাংলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নাটোরগামী একটি কাভার্ড ভ্যন তল্লাশী করা হয়। তল্লাশীকালে কাভার্ড ভ্যানের কন্টেনারের ভিতর থেকে ৩৬ কেজি ৯শ গ্রাম শুকনা গাাঁজা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক নাঈম সরকার এবং লাভলু সরকার ও মজনু মিয়া নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা আরো জানান, জব্দকৃত গাঁজা কুড়িগ্রামের সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।