
নাটোরের বড়াইগ্রামে পচা ও দুগন্ধযুক্ত চাল বিক্রি ও সংরক্ষণ মামলায় চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার, আব্দুল লতিফ ও গোলাম রসুলকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এই আদেশ দেন।
জানা যায়, ২০১১সালের ৮জুলাই বড়াইগ্রাম পৌরশহরের কালিকাপুর এলাকায় চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার পচা ও দুগন্ধযুক্ত চাল বিক্রি এবং সংরক্ষন করে। পরে ভ্রাম্যমান আদালত খবর পাওয়ার পর তৎকালীন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার সহ অন্যন্যরা ওই চাতালে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমান আদালত চাল জব্দ করেন। এই ঘটনায় তৎকালীন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার, সহযোগি আব্দুল লতিফ এবং গোলাম রসুলের নামে 



