
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোস্তফা (৩৪) নামে এক চালক নিহত হয়েছে। এঘটনায় হেলপারসহ তিনজন আহত হয়। নিহত কাভার্ড ভ্যানের চালক মোস্তফা ঢাকা জেলার ডেমরা উপজেলার বামৈল এলাকার ঈমান আলীর ছেলে।
পুৃলিশ জানায়, আজ সোমবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাংগা এলাকায় ঢাকাগামী ট্রাকের সাথে পাবনাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এসময় দু’টি গাড়িই দুমরে মুচরে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক মোস্তফাসহ চারজন আহত হয়। স্থানিয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষনা করেন।



