
নাটোরের সিংড়ায় এবার নিশাচর পাখি লক্ষ্মী পেঁচার ৫টি ছানা উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের মাদারীপুর এলাকার একটি বাড়ি থেকে ছানাগুলো উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় গ্রামগঞ্জে ছুটে চলা চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা ইতিপুর্বে মেছো বাঘের ছানা, ঈগল পাখিসহ শিকারীদের কবল থেকে বিভিন্ন বণ্য প্রাণি উদ্ধার করেছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে ছানাগুলোকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সিংড়া উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে। এসময় উদ্ধারস্থলে উপজেলা প্রশাসন ও 
সাইফুল ইসলাম আরো জানান, বর্তমানে ছানাগুলোকে পরিবেশ কর্মী হাসান ইমাম এর তত্ত্বাবধানে সেবাযতœ করা হচ্ছে। এবং দ্রুতই রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।



