
সাবিনা, আঁখি, বিথি,পান্না,ফাতেমা,আর্জিনাসহ এরা প্রায় ৮০ জন নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের আশ্রিতা। এরা সবাই এতিম ও সুবিধা বঞ্ছিত। এদের জন্য এবার শীতের শুরুতে শীতবস্ত্র হিসেবে গায়ের চাদর উপহার হিসেবে দিয়েছেন এক হৃদয়বান মানুষ। এবারের শীতের শুরুতেই বিভিন্ন রংয়ের গায়ের চাদর পেয়ে ওরা মহাখুশী। মঙ্গলবার দুপুরে সদনে আশ্রিত বালিকা শিশুদের মাঝে এসব গায়ের চাদর বিতরন করেন সদন পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সৈকত চৌধুরী। এসময় সদন পরিচালনা কমিটির সহসভাপতি ও নাটোর সদর 
সদন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, সৈকত চৌধুরী মাঝে মধ্যেই এসব শিশুদের প্রসাধনি সামগ্রী দিয়ে থাকেন। শীত বস্ত্র হিসেবে গায়ের চাদর উপহার পাওয়ায় সদনের শিশুরা খুব খুশী হয়েছে।



