প্রতিহিংসার রাজনীতিতে গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত – দুলু

নাটোর অফিস ॥
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,প্রতিহিংসার রাজনীতিতে গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি করার কারণে আওয়ামী লীগ আজ জনগণ থেকে বিছিন্ন হয়ে পরেছে। বিএনপির নেতাকর্মীদের হত্যা,গুম,মামলা,হামলা জীবনে শেষ করে দেওয়ার এই প্রবণতা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির এক নগ্ন প্রকাশ। এভাবে চলতে দেয়া যায় না। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এই সরকারের আমলে রাজনীতি নিরাপদ নয়। বাংলাদেশের রাজনীতি এখন জেলখানায় বন্দি। এই াবস্থা আর বেশীদিন নয়। বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে অচিরেই শেখ হাসিনার সরকারের পতন ঘটবে ইনশাল্রাহ।
সভায় আরোও বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, বাবুল চৌধুরী, ফয়সাল আহম্মেদ আবুল,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান পরশ প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *