নাটোরে শোক দিবসে জাতির জনককে স্মরণ আ’লীগের।

নাটোর: নাটোরে স্বাধীনতার স্থপতি ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। শোকদিবস উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কান্দিভিটুয়া কার্যলয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রকৃতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। এদিকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ ,পৌরসভসহ জেলার সকল অঙ্গসংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু প্রকৃতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, শোক র‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তদান কর্মসূচী।
বুধবার সকালে নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার মোড় ঘুরে জেলা গণগ্রন্থাগারে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু অত্মজীবনী, পরিবার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান সহ আওয়ামী লীগের নেতা কর্মী ও সরকারি-বেসরকারী এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *