নাটোরে পণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে মাঠে প্রশাসন-পুলিশ

নাটোর অফিস॥
করোনা ভাইরাসের অজুহাতে সরবরাহের ঘাটতি দেখিয়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশের নেতৃত্বে বিশেষ বাজার মনিটরিং টিম। দুপুরে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শহরের নীচাবাজার, স্টেশন বাজারসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে নামে প্রশাসন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের অজুহাতে কোন ব্যবসায়ী যাতে ভোক্তাদের জিম্মি করতে না পারে, সে বিষয়ে সতর্ক করতে প্রথম দিন কোন জরিমানা করা হয়নি।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরে নিচাবাজার ও স্টেশন বাজার এলাকা পরিদর্শন করে বিশেষ বাজার মনিটরিং টিম। আমরা চাই কেউ যাতে সাধারণ মানুষকে জিম্মি না করতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *