নাটোরে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস পালিত

নাটোর অফিস॥
সারা দেশের ন্যায় নাটোরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে’ ইশারা ভাষার প্রমিত ব্যবহার- বাক- শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির অধিকার।

শুক্রবার সকালে শহরের স্বাধীনতা চত্বর থেকে প্রতিবন্ধি জনগোষ্ঠির একটি র‌্যালী প্রধান সড়ক প্রশিক্ষণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস ও এনজিও প্রতিনিধি জাহানারা বিউটি, ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি ও জাগোনাটোর২৪ডটকম প্রকাশক নবীউর রহমান পিপলু, প্রতিবন্ধি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ প্রতিবন্ধি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য পর্যায়ক্রমে ব্যাটারি চালিত গাড়ি প্রদানের ঘোষনা করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৬ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় সর্বসম্মতিক্রমে ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *