নাটোরে রাজশাহী বিভাগীয় কমিশনারঃ উন্নয়নের স্রোতধারায় আসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ

নাটোরঃ রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে দেশের তিন পার্বত্য জেলা বাদে প্রতিটি জেলায় সরকার কর্তৃক বরাদ্দকৃত জীবনমান উন্নয়ন উপকরণ বিতরণ করা হচ্ছে।

রোববার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের বিশেষ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ১০ আদিবাসি নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যাল আব্দুল্লা আল সাকিব বাকী, আদিবাসি নেতা কালিদাস রায় প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *