নাটোরে হতদরিদ্র শিক্ষার্থীদের আশ্রয় আব্দুল কুদ্দুস এমপি

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস

নাটোর অফিস॥
সাত বছর যাবৎ খুঁজে খুঁজে হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বের করে তাদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস। নিজ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র শতাধিক মেধাবী শিক্ষার্থীদের প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করছেন তিনি।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে তার শিক্ষাবৃত্তি তালিকার মধ্যে। শিক্ষা বৃত্তি ছাড়াও তার ব্যাক্তিগত তহবিল থেকে দিয়েছেন দরিদ্র পরিবারের ছেলেমেয়ের বিয়ে, চিকিৎসা খরচসহ সার্বিক সহায়তা।

লিমা নামের অনার্স ১ম বর্ষের এক ছাত্রী বলেন, টাকার অভাবে আমার এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ হচ্ছিলো না। হঠাৎ একদিন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস এমপি স্যার আমাদের এলাকায় এসেছিলেন। তারপর তাকে আমার কষ্টের কথা বললে তিনি প্রতি মাসে আমাকে পড়াশোনার খরচ বাবদ ১ হাজার করে টাকা প্রদান করেন এবং আমার স্কুল ড্রেস থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেন। তার সহযোগিতায় আজ আমি এসএসসি,এইচএসসি পাশ করে অনার্সে পড়াশোনা করছি।

সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, আমার বাবা ছিলেন একজন কৃষক। অনেক সংগ্রাম করে আজ আমি এই অবস্থানে পৌছেছি। আমি চেষ্টা করি সব সময় তাদের দুঃখ কষ্ঠ গুলো ভাগাভাগি করে নেওয়ার। যেদেশের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, তার সুযোগ্য কন্য স্বজন হারানোর বেদনা নিয়ে ষোলোকোটি মানুষকে আগলে রেখেছেন, তাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে এই মেধাবীরাই। সাধ্যমত আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে এলে আরো অনেক মেধাবী উপকৃত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *