নাটোরে প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহ॥ শিক্ষকসহ ৯ জনের কারাদন্ড

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজন শিক্ষক সহ ৯ জনকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপতরা হলো শাকিম হোসেন (৩৪), শওকত আলী (৪০), মোঃ আলমগীর হোসেন (৩০), মোঃ আমজাদ মিয়া (৪৮), আয়নাল হক (৫০) তরিকুল ইসলাম (২০), হারেজ আলী (২০), ফরহাদ আলী (২০), আরিফ হোসেন (২০)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আউয়াল হোসেন খান বলেন, জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ মুনির হোসেন পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ১১ ধারার অপরাধে উপরোক্ত ৪ জনকে প্রত্যেকের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং অপর পাঁচজনের প্রত্যেকের ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাস কারাদন্ড প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *