ডা. আ্ইনুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ

নাটোর অফিস
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা সদরের সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. আইনুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ।
২০০২ সালের ২৯ মার্চ বিএনপি কর্মীদের হামলায় তিনি নিহত হন। এ উপলক্ষে নিহতের পরিবার. উপজেলা আওয়ামীলীগ, বনপাড়া ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন এবং ডা. আইনুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ এবং দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে সকলকে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ডা. আইনুল হক হত্যা মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত বছর ২১ সেপ্টেম্বর রায় হয়েছে। রায়ে মূল আসামীকে খালাশ দেয়া হয়েছে। উক্ত রায়ে পরিবার ও আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মী হতাশ ও বিশ্ময় প্রকাশ করেছেন। এদিকে রাষ্ট্রপক্ষ ক্ষুব্ধ হয়ে রায়ের রিভিউ চেয়ে মহামন্য হাইকোর্টে ক্রিমিনাল আপিল করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *