হালতিবিলের অবৈধ সোঁতি জাল ও বাঁশের গানা অপসারণ

নাটোর অফিস॥
নাটোরের হালতিবিলের পানির প্রতিবন্ধকতা দুর করতে অবৈধ সোঁতি জাল ও বাঁশের গানা অপসারন করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ তাছমিনা খাতুন। এসময় তিনটি গানা ও ১৫০ মিটার সোঁতিজাল অপসারন করেন। পরে জনসাধারনের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ সহায়তা করেন।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ তাছমিনা খাতুন এতথ্য নিশ্চিত করে জানান, এক শ্রেণীর অসাধু মানুষ হালতিবিলের পানি নামার উৎসমুখে অবৈধ ভাবে বাঁমের গানা দিয়ে সোঁতি জাল ফেলে মাছ শিকার করছিলেন। এতে হালতিবিলের পানি অপসারনে বাধা সৃষ্টি হচ্ছিল। তাই সময়মত হালতিবিলের পানি নিষ্কাসন করা না গেলে আসন্ন বোরো ফসল চাষাবাদ বিলম্ব হবে এবং বিঘ্ন ঘটবে। এ অবস্থায় স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করে এসব প্রতিবন্ধকতা দুর করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *