বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসন সোমবার (৩০ নভেম্বর) বড়াল সভা কক্ষে এই সেমিনারের আয়োজন করেন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা এবিএম আলমগির হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না, আরডিও নির্মল কুমার মণ্ডল, ক্যাবের সেক্রেটারি সাংবাদিক আরিফুল ইসলাম তপু, যুগ্ম সম্পাদক সাংবাদিক আল আফতাব খান সুইট, নির্বাহী সদস্য সাজেদুর রহমান ও মালঞ্চি বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি প্রমুখ।
সেমিনারে ক্যাব এর বাগাতিপাড়া উপজেলা কমিটি, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *