সিংড়ায় শ্রমিক নেতার উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবী

নাটোর অফিস॥
নাটোরে সিংড়ায় উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আহসান হাবিব রোজ এর উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয়েছে তার বাসষ্ট্যান্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান। সোমবার সন্ধ্যা ৭টায় এই হামলার ঘটনা ঘটে ।
এদিকে এই ঘটনার প্রতিবাদে (২০অক্টোবর) মঙ্গলবার দুপুরে সিংড়া বাসষ্ট্যান্ডে বাস মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক নেতা আহসান হাবিব রোজ এর উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সভা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৩০টি সংগঠনের নেতাকর্মীরা। তারা হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়েছেন ।
সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, তুচ্ছ একটি ঘটনার জের ধরে শ্রমিক নেতা আহসান হাবিব রোজ এর উপর সম্রাট ও সোহান সহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা তার বালু মহল ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ দেয়া হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে আটক করা হয়নি। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়া হলে ঐক্য পরিষদের ৩০টি সংগঠনের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম,সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ, বাস মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, ইমারত নির্মাণ সমিতির সভাপতি আলহাজ¦ আজের আলী, রিক্সা-ভ্যান সমিতির সভাপতি আবুল কালাম, শ্রমিক নেতা এসএম বাদল প্রমূখ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, সম্রাট ও সোহানসহ ১৩জনের নামের একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *