নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কেটে নারীর মৃত্যু


নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কেটে লিলি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। শনিবার দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা স্টেশন প্লাটফরম এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে। ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারনা করছেন প্রত্যক্ষদর্শিদের অনেকেই। নিহত লিলি বেগম রাজশাহীর বাঘমারা অর্জুনপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নলডাঙ্গা স্টেশনের বুকিং ক্লার্ক দেবব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ওই মহিলা নলডাঙ্গা স্টেশনে দক্ষিনে যাওয়ার ট্রেন কখন আসবে জানতে চেয়ে স্টেশন প্লাটফরমেই অবস্থান করছিলেন। দুপুর দেড়টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় লোকজনের হট্রগোল শুনে বাহিরে এসে দেখতে পান মহিলাটি ট্রেনের নিচে কাটা পড়ে এবং তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পরে নিহতের ছেলে সহ পরিবারের সদস্যরা এসে ট্রেনে কাটা ছিন্ন ভিন্ন হয়ে পড়া মৃতদেহটি লিলি বেগমের বলে সনাক্ত করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান,তিনি বিভিন্ন রোগে ভুগছেন। নলডাঙ্গা বাজারে ঔষধ নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন। তার স্বামী প্রবাসে রয়েছেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়,ওই মহিলা দীর্ঘসময় ধরে নলডাঙ্গা স্টেশন প্লাফরমে অবস্থান করছিলেন। ওই মহিলাকে স্টেশন মসজিদে নামাজ আদায় করতে দেখেছেন কেউ কেউ। তাদের ধারনা আত্মহত্যা করার জন্যই স্টেশনে অবস্থান করছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *