সেদিন কি করবে

তোমার পাপতো পাহাড় ছাড়িয়ে আকাশে
তবু তুমি চলছো দিব্যি বুক ফুলিয়ে সদর্পে
এ দর্প তোমার থাকবেনা ঠিক ভেঙে যাবে
কতো পাপ করলে নিজেকে পাপী ভাববে ?
ইট মারলে পাটকেল খেতে হয় গেছো ভুলে
নির্দিধায় তাই করছো অন্যায় হেসে-খেলে ,
এতোটা অন্যায় করেও দিব্যি যাচ্ছো ভুলে
অনুতপ্ত হবে আর কতোটা অন্যায় করলে ?
যে উঠোনে আজ তোমার অপকর্ম চলছে
সে উঠোনে অনেক পূর্বসূরি ঘুমিয়ে গেছে ,
তোমার পরেও অনেকেই আসবে এখানে
ঠিক একই ভাবে এ উঠোনে হারিয়ে যাবে ৷
অপরাধগুলোও করছো দিব্যি অন্তরালে
আবার মুখোশের অারালে মুখও লুকালে  ,
যেদিন তোমার কর্মের মুখোশ খুলে যাবে
সে দিন কোন অন্তরালে নিজেকে লুকাবে ?
তুমিই নাকি সাধু এতো অপরাধের পরেও
আবার মিথ্যে গুণ-কীর্তনেরই কতো যাদুও ,
কোনদিন যদি তর্জনী উঠে আমার পক্ষেও
সেদিনই দেখবো কি করে নিজেকে বাঁচাও ?
কাজী জুবেরী মোস্তাক
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *