সিংড়ায় পোড়ানো হলো ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল

নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে ৫লক্ষাধিক টাকার অবৈধ বাদাই, চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পড়ে জব্দকৃত জালগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রশাসন। বুধবার সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে চলনবিলের কতুয়াবাড়ি, জোড়মল্লিকা ও আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার মিটার অবৈধ বাদাই জাল ও ২৫টি চায়না দুয়ারি এবং ১৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

এসময় নাটোর জেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মাৎ আয়েশা খাতুন, সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, অবৈধ ভাবে মাছ শিকার ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *