নাটোরে ৯১ কর্মহীন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান

নাটোর অফিস॥
নাটোরে ৯১ জন কর্মহীন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ বেলা ১১টায় নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল তাঁর নিজস্ব বাসভবনে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সংসদ সদস্যের অনুকূলে প্রদত্ত অনুদানের অর্থে এসব সেলাই মেশিন সংগ্রহ করা হয়।
এসব সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়েছেন বাঙ্গালীরাও পারে। উন্নয়নের এই পথ পরিক্রমায় সকল মানুষের অংশগ্রহন প্রয়োজন। দেশে কোন মানুষ কর্মহীন থাকবেনা, সবাই দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা সংক্রমণ পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম , দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *