সিংড়ায় এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ

নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় মো. খাদেমুল নামে এক এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৭৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার কলম শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাত ৯টা পর্যন্ত ঘটনার ৮ ঘন্টা পেরিয়ে গেলেও থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি। অবশ্য পুলিশ বলছে লোকমুখে ঘটনার খবর পেয়ে তদন্ত চলছে। এছাড়া ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে। ভুক্তভোগী মো. খাদেমুল সিংড়ার কলম এলাকার কাঁকন নামের একটি এনজিও’ কর্মী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রোববার দুপুরে এনজিও কর্মী মো. খাদেমুল ৭৯ হাজার টাকা নিয়ে কলম অফিসে ফিরছিলেন। পথে কলম শ্মশান এলাকায় ২টি মোটরসাইকেলে চারজন হেলমেড ও মাস্ক পরিহিত ব্যক্তি তার পথরোধ করে। এসময় তারা ওই এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগ থেকে ৭৯ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের আটকে অভিযান শুরু করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলেছি। ৮ ঘন্টা পেরিয়ে গেলেও এনজিও কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা অনুসন্ধান সহ জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *