বাগাতিপাড়ায় পুকুরে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে মাহমুদ হাসান রিয়াদ (১৩) মৃগী রোগী এক স্কুল ছাত্র মারা গেছে। আজ সকালে প্রাইভেট পড়ে ফিরে আসার পথে সে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের পুকুরে পড়ে ডুবে যায়। মৃত রিয়াদ বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সে জিগরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয় মাহমুদ হাসান রিয়াদ। আটটার দিকে ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে দ্রুত তাকে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা জানায় রিয়াদ সাঁতার জানতো না এব সে মৃগী রোগে আক্রান্ত ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ঘটনার সত্যতদা নিশ্চিত করেন।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানানা ,পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি জেনেছেন। যেহেতু মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে সেকারনে সদর থানা পরবর্তী পদক্ষেপ নিবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *