লালপুরে কাদা মাটির তৈরী পাটের সঙ্গে শত্রুতা

নাটোর অফিস॥
রাতের আঁধারে শত্রুতা করে নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়ায় কাদা মাটির তৈরি ৫শতাধিক কুয়ার পাট ও পাট তৈরীর ফর্মা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। রোববার (১০ই এপ্রিল) রাতের কোন এক সময় শত্রুতা করে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
জানাগেছে, ‘সোমবার ভোর রাতে মাটির পাট পুড়ানোর উদ্দেশ্যে ধীরেন পাল (৬৫) এবং তার ছেলে উত্তম কুমার পাল (৩০) কারখানায় গিয়ে দেখেন কাদা মাটির ৫শতাধিক পাট ও ফর্মা ভেঙ্গে ফেলা হয়েছে।
এসময় পাট তৈরির কারিগর উত্তম কুমার বলেন, ‘আমরা বংশ পরম্পরায় মাটির পাট ও অন্যান্য সামগ্রী তৈরি করে আসছি। এর আগে কখনো আমাদের সাথে এমন ঘটনা ঘটেনি। মাটির তৈরি পাট ভাংচুরের ঘটনায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
এঘটানায় সোমবার লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *