নাটোরে প্রণোদনার বীজ ও সার পেলেন দুই হাজার ৬০০ পাট চাষী

নাটোর অফিস॥
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুই হাজার ৬০০ পাট চাষী পাট অধিদপ্তরের প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়েছেন । বৃহস্পতিবার দুপুর বারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব পাট বীজ ও সার হস্তান্তর করা হয়।
‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষকের এক বিঘা জমি চাষে এক কেজি করে পাট বীজ এবং মোট ১২ কেজি ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম এবং উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবিনা খাতুন উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *