সিংড়ায় ক্রেতা সেজে পাখি বিক্রেতা আটক!

নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় ক্রেতা সেজে এক পাখি বিক্রেতাকে আটক করা হয়। স্থানীয় পরিবেশ কর্মীদের সহযোগিতায় পুলিশ সদস্য ক্রেতা সেজে মো. হুজায়ফা (২৬) নামে ওই পাখি বিক্রেতাকে আটক করে।
সিংড়া থানার পুলিশ ও স্থানীয় পরিবেশ কর্মীরা জানায়,শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যদের একটি দল সিংড়া পৌর শহরের মাদারীপুর এলাকার একটি কবুতর খামারে যায়। পরে ক্রেতা সেজে দুটি খাঁচায় বন্দি একটি পাহাড়ি ময়না ও দুটি দেশীয় টিয়া পাখি উদ্ধার করা হয়। আটক করা হয় পাখি বিক্রেতা মো. হুজায়ফাকে। পরে ইউএনও এর বাস ভবন এলাকায় পাখিগুলো অবমুক্ত করা হয়। একই সময়ে আর কোন দিন পাখি কেনা-বেচা করবে না মর্মে মুচলেকা নিয়ে ওই পাখি বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইউএনও এম.এম সামিরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে মাদীরপুর মহল্লার যুবক হুজায়ফা কবুতর ও বিদেশী পাখি কেনা-বেচার পাশাপাশি ময়না-টিয়া সহ দেশীয় বিভিন্ন পাখি ক্রয়-বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *