নাটোরে হয়ে গেল চলনবিল হাফ ম্যারাথন দৌড়

নাটোর অফিস॥
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন সম্ভাবনা এবং দৌড়কে জনপ্রিয় করতে নাটোরে চলনবিল হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোর পৌনে ছয়টায় নাটোরের এম কে কলেজ থেকে ম্যারাথন শুরু হওয়া ২১.১ এবং ১০ কিলোমিটার এই দুইটি ইভেন্টে দেশের ৩৫০ জন রানার অংশগ্রহন করেন।
নাটোরের এম কে কলেজ থেকে ম্যারাথন শুরু হয় এবং নাটোরের কক্সবাজার খ্যাত পাটুল থেকে ইউটার্ন হয়ে পুনরায় এম কে কলেজে এসে ম্যারাথন শেষ হয়। পরে দুই ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ২১.১ কিলোমিটারে বিজয়ী হয়ে পাঁচ হাজার টাকা প্রাইজমানী অর্জন করেন হামিদা আকতার জেবা (মহিলা) এবং আশরাফুল ইসলাম (পুরুষ)। ১০ কিলোমিটারে বিজয়ী হয়ে চার হাজার টাকা প্রাইজমানী অর্জন করেন এ পি তালুকদার (মহিলা) এবং আল আমিন (পুরুষ)।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার এবং এম কে কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন ও চলনবিল হাফ ম্যারাথনের প্রধান সমন্বয়ক রেজোয়ানা পারভীন বর্ষা প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *