পুলিশের ৬দিন অভিযানে ১৩ চোরাই মোটর সাইকেল সহ ৩ চোর!

নাটোর অফিস ॥
নাটোর জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ আল আমি ওরফে হিরা (৪০),শাখাওয়াত হোসেন ওরফে পলাশ(৪৫) ও শ্রী নির্মল সরকার (৪০) নামে আন্তঃজেলা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে টানা ৬দিন অভিযান চালিয়ে এসব ১৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের ওই ৩সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সহ আল আমি ওরফে হিরা নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের আব্দুল মজিদের ছেলে, শাখাওয়াত হোসেন ওরফে পলাশ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর মোমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং শ্রী নির্মল সরকার নাটোরের সিংড়া উপজেলার রোদি চামারী গ্রামের মৃত নিবারন চন্দ্র সরকারের ছেলে।
সোমবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আরিফুজ্জামান নামে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ৪টি টিম গঠন করে জেলা ব্যাপী অভিযানে নামে পুলিশ। রোববার জেলার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে আল আমিন হিরা নামে চোর চক্রের এক সদস্যকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য মতে পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রোদিচামারী এলাকায় অভিযান চালিয়ে নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরো ১০ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। নাটোরের গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে এসব চোরাই মোটর সাইখেল উদ্ধারের পর ৩জন মোটর সাইকেল মালিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। আদালতের মাধ্যমে উদ্ধার করা মোটর সাইকেল হস্তান্তর করা হবে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *