নাটোরে জিপিএ-৫ পেয়েছে ২১৫৩জন

নাটোর অফিস॥
এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরে গড় পাশের হার ৯৭দশমিক ৩০। আর মোট জিপিএ-৫ পেয়েছে ২হাজার ১৫৩জন। রোববার দুপুরে রাজশাহী বোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি ৬৩৭ জিপিএ-৫ পেয়েছে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ থেকে। এখানে মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২৩৯জন। এখানে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৭৬জন, মানবিকে ১২৭ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩৪জন। এছাড়া কাদিরাবাদ ক্যান্টঃ স্যাপার কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫১, বনপাড়া সেন্ট যোশেফ হাইস্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে-৯৪জন, জোনাইল ডিগ্রী কলেজ থেকে ৫৩জন। সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজ থেকে ১০৪জন, বাগাতিপাড়া মহিলা কলেজ ৩২, বাগাতিপাড়া বিএম কলেজ থেকে ১৮জন জিপিএ-৫ পেয়েছে। করোনাকালীন সময়ে এবার নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩হাজার ১০০জন। এর মধ্যে পাশ করেছে ১২হাজার ৭৪৬জন। আর পরীক্ষায় অকতৃকার্য হয়েছে ৩৫৪জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *