নাটোরে লোকনাট্য গবেষক কাজী সাঈদ হোসেন দুলালের শোকসভা

নাটোর অফিস॥
নাটোরে লোকনাট্য গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এবং পুঠিয়া থিয়েটারের সভাপতি কাজী সাঈদ হোসেন দুলালের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নাটোরের ইঙ্গিত থিয়েটার ও ভোর হলোর আয়োজনে স্থানীয় মুসলিম ইনস্টিটিউটে এই শোকসভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নাট্যব্যক্তিত্ব দুলালের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত সকলেই সমস্বরে “ আগুনের পরশমনি….” গান গেয়ে ও মোমবাতি প্রজ্জলিত করা সহ এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বর্ষীয়ান শিক্ষাবিদ ও ইঙ্গিত থিয়েটার-নাটোর এর আজীবন সদস্য জনাব সৈয়দ মু.নাসিহ্ এর সভাপতিত্বে ও এড. সুখময় বিপ্লুর সঞ্চালনায় ওই শোকসভায় প্রয়াত কাজী সাঈদ হোসেন দুলাল এর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. খগেন্দ্রনাথ রায়, বিদগ্ধ ব্যক্তিত্ব জনাব সাজ্জিদ আলী @ঝর্ণা, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সুবিধ কুমার মৈত্র (অলক মৈত্র), নাট্যকার নারায়ণ সরকার, ভোর হলো, নাটোর এর উপদেষ্টা কবি আশীক রহমান, উপদেষ্টা এম.ওয়াজেদ আলী, উপদেষ্টা ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ভোর হলো, নাটোর এর সাধারণ সম্পাদক জনাব জাফুরুল ইসলাম বুলবুল, পুঠিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক সাগর, অভিনয়শিল্পী অনন্যা শ্রাবন্তী তিষ্যা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে দর্শক-শ্রোতাদর মুগ্ধ করেন সাগর। যন্ত্রসঙ্গীত ছাড়া সঙ্গীত পরিবেশন করেন, সাজ্জিদ হোসেন ঝর্না, বিষ্ণুপ্রিয়া গোস্বামী ও শিশুশিল্পী সুনিধি এবং কবিতা আবৃত্তি করেন ভোর হলো নাটোর এর সভাপতি গৌরপ্রিয়া পান্ডে, উমামা ইসলাম, আদিত্য, আহনাফ হোসেন (প্রিন্স), ও আরাধ্যা। সর্বোপরি হল ভরা দর্শক অভিনয় শিল্পী শোভনের কণ্ঠে ইঙ্গিত পত্রিকায় ২০১৩ সনে প্রকাশিত কাজী সাঈদ হোসেন দুলাল এর লেখা থেকে গুরুত্বপূর্ণ অংশ বিশেষ পাঠ বিমুগ্ধ বিস্ময়ে শ্রবণ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *