‘৩৩৩’ নম্বরে ফোন দিয়ে একশ’ জন পেলেন খাদ্য সহায়তা

নাটোর অফিস ॥
নাটোরে কল সেন্টার ‘৩৩৩’ নম্বরে ফোন দিয়ে আবেদন করায় করোনা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন আবেদনকারী ওই সব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি লবন, আধা কেজি মসুরের ডাল এবং এক লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি , উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন জানান, জনবান্ধব এই সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছে। তাদের প্রয়োজন তথা সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করছি আমরা। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে কল সেন্টারের মাধ্যমে আবেদন করার প্রেক্ষিতে খাদ্য সহায়তা প্রদান করা হলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *