নাটোরে বাল্যবিবাহ নিরোধে মতবিনিময় সভা

নাটোর অফিস॥
নাটোরে বাল্যবিবাহ নিরোধ কল্পে নিকাহ্ রেজিস্ট্রারদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা কাজী কল্যাণ সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার দাস, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আকরামুল ইসলাম,মোস্তারুল ইসলাম আলম, মাসুদুর রহমান, এহিয়া চৌধুরী প্রমুখ ।
অনুষ্ঠানে কাজী কল্যাণ সমিতির পরলোকগত সদস্য কাজী শামসুল হকের পরিবারবর্গের হাতে সমিতির পক্ষ থেকে পৌনে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনকল্যাণমুখী সরকার দেশের সকল জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা বলয়ে আনার চেষ্টায় কাজ করছে। এক্ষেত্রে বাল্যবিবাহ সমাজের ক্ষত হিসেবে এখনো টিকে আছে। সামাজিক এই ক্ষত নির্মূলে নিকাহ্ রেজিস্ট্রাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংসদ সদস্য শিমুল বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ রেজিস্ট্রারদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহন এবং তালাক প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। কোন দাম্পত্য সম্পর্ক ছোটখাট বিষয়ে ভেঙে দেওয়া উচিৎ নয় উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে নিকাহ রেজিস্ট্রারবৃন্দ কৌশলী ভূমিকা পালন করতে পারেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *