নাটোরে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম শুরু

নাটোর অফিস ॥
কৃমি বিনাশ করে শরীরের পুষ্টি নিশ্চিত করে সুস্থ্য-সবল জাতি গঠনে নাটোরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে। সকাল দশটায় নাটোর সদর উপজেলার সদর উপজেলার দিঘাপতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের কান্ডারী হবে। যোগ্য নেতৃত্ব ও সফল জাতি গঠনে তাদের শারিরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃমিনাশক ট্যাবলেট সেবনের মাধ্যমে শিক্ষার্থীদের শরীরের পুষ্টি নিশ্চিত হবে বরে বক্তারা আশা প্রকাশ করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন এবং বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার মারিয়া আখতার ও অনন্যা খাতুন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, কর্মসূচীর আওতায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ থেকে ১৬ বছর বয়সী মোট সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে চুষে খাওয়ার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কর্মসূচী আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীরা কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *