বাগাতিপাড়ায় তৃতীয় স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যু

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় স্ত্রীর নির্যাতনে আহত স্বামী মোঃ বরাত আলী (৬৭) মারা গেছেন । মঙ্গলবার (০৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯ টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরাত আলী বাগাতিপাড়া উপজেলার তালতলা গ্রামের মৃত কিসমত আলী বেপারীর ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন ।
পরিবারের বরাত দিয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, বরাত আলীর তৃতীয় স্ত্রী লালপুর উপজেলার ধুপইল গ্রামের সাদের আলীর মেয়ে কানিজ ফাতেমার সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ বিরাজ করছিল। এই অবস্থায় গত ২২ অক্টোবর সকালের দিকে বরাত আলী তার স্ত্রীর বাবার বাড়িতে অবস্থানকালে ঝগড়া হয় । এক পর্যায়ে স্ত্রীর নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন বরাত আলী। এ অবস্থায় তাকে দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা সেবা নিয়ে ২ অক্টোবর বাড়িতে ফিরে আসেন তিনি। পরে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে দয়ারামপুর এলাকার একটি ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার সময় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে । তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ করা হলেও ঘটনাস্থল লালপুর উপজেলা এলাকার ঘটনা হওয়ায় সেখানে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়া হয়েছে । তবে আপাতত বাগাতিপাড়া থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুর রহমান জানান, বিষয়টি জেনেছেন, তবে এ ব্যাপারে এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *