বড়াইগ্রামে ভাঙ্গা সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে নদী তীরের দুই কিলোমিটার ভাঙ্গা গ্রামীন সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন করেছে দশ গ্রামের মানুষ। বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়ন পরিষদের কাছুটিয়া এলাকায় বড়াল নদীর তীরের দুই কিলোমিটার সড়ক ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে কৃষিপণ্য বাজারজাত করণসহ চলাচলে দূর্ভোগে পড়ছেন স্থানীয় ১০ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। সড়কটি সংস্কার ও পাকা করণের দাবিতে ভাঙ্গা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকার ভুক্তভোগী মানুষ।
এলাকাবাসী জানায়, প্রবল বৃষ্টি আর অপরিকল্পিত নদী কাটার কারণে কাছুটিয়া স্লুইস গেট হতে আজিজ মেম্বারের বাড়ি পর্যন্ত গ্রামীন সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। এর মধ্যে আধা কিলোমিটার ভাঙ্গা সড়কে হেঁট চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে বিড়ম্বনাসহ দুর্ভোগে পড়ছে। কয়েকটি বাড়িঘর ও বৈদ্যুতিক খুটিও ভাঙ্গনের হুমকিতে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করে পাকা করণের দাবি করেন এলাকাবাসীর। মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান চান মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *