লালপুর থেকে দস্যুতার আলামতসহ ৬ অস্ত্রধারী আটক

নাটোর অফিস ॥
নাটোরের লালপুর থেকে দস্যুতার আলামতসহ অস্ত্রধারী জলদস্যু সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। মঙ্গরবার ভোর রাতে তাদের ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকা আটক করা হয়েছে। আটককৃতরা হলো
লালপুর উপজেলার বিলমাড়ীয়া নাগশোষা গ্রামের আনিসুর রহমান (২৪), মোঃ রুবেল (৩৩), মোঃ রিন্টু শেখ (৩৫), সবুজ প্রামানিক (৩০), সজল উদ্দিন (২৯) ও রুবেল মন্ডল (২৭)।
র‌্যাব-৫, নাটোর ক্যাম্প সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গরবার ভোর রাতে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল লালপুর উপজেলার ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকায় অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। অভিযানকালে দস্যুতার আলামতসহ ৭ অস্ত্রধারী জলদস্যু সন্ত্রাসীকে আটক করে র‌্যাব। এসময় ৩টি হাসুয়া ,৭টি মোবাইল ফোন,২টি সীম কার্ড ও ৩টি মেমোরী কার্ড জব্দ করা হয়।
কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এঘটনায় লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতরা দীর্ঘদিন ধরে পদ্মা নদী সহ তীরবর্তী এলাকায় দস্যুতা, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *