নাটোরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

নাটোর অফিস॥
নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গে ৩ জন মারা গেছে। এরা হলেন শহরের হরিশপুর এলাকার দুলাল হোসেন (৫০) ,মীরপাড়া এলাকার মজিবর রহমান (৬২) ও বড়াইগ্রাম উপজেলার মৌখড়া এলাকার জালিম উদ্দিন (৬০)। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে ৯৫ জন আক্রান্ত হয়েছে। সংক্রমনের হার ৩৬.৬৭। জেলায় মোট আক্রান্ত ৩৫৬৪ জন। সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৬৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৯০জন।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় সদর হাসপাতালের ইয়োলো ওয়ার্ডে চিকিৎসাধীন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর সভায় কঠোর বিধি নিষেধের আওতায় তৃতীয় দফা সহ জেলার অপর ৬টি পৌর এলাকায় বুধবার থেকে জারি করা কঠোর বিধি নিষেধ চলছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম কাজ করছে। এছাড়া সরকারের ঘোষনা অনুযায়ী আজ সোমবার থেকে দুরপাল্লা সহ অভ্যন্তরিন বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *