বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী পলক

নাটোর অফিস ॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। তাই স্বল্প শিক্ষিত শ্রমিকরা যাতে বিকল্প কর্মসংস্থানের তৈরী করতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরী হচ্ছে। যাতে করে প্রশিক্ষণ নিয়ে তারা বিকল্প কর্মসংস্থান তৈরী করতে পারে। তিনি আরও বলেন . গ্রামকে শহরে পরিণত করতে সরকার কাজ করছে। গ্রামের মানুষ এখন সব সুবিধা পাচ্ছে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেটসহ সব সুবিধা এখন গ্রামে। যা শেখ হাসিনা সরকারের অনন্য অবদান।
মঙ্গলবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে শ্রমিক লীগ আয়োজিত করোনায় সংকটে পড়া ১২’শ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তৃতা করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামলিীগের ধর্ম বিসয়ক সম্পাদক রুহুল আমিন সহ আওয়ামীলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে এর আগে ঐচ্ছিক তহবিল থেকে ৫৮ ব্যক্তি ও ১৩টি প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *