নাটোরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ

নাটোর অফিস ॥
নাটোরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। আজ বুধবার সকাল থেকে নাটোর শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশ তাদের টহল জোরদার করেছে। দুর পাল্লার যানবাহন ও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শহরের নিচাবাজার ও স্টেশন বাজারের সবজি বাজার সহ কিছু এলাকায় স্বাস্থ্যবিধি মানছেননা ক্রেতা বিক্রেতারা। হালকা যানবাহনও চলাচল করছে এসব এলাকায়। তবে পুলিশের টহল শুরু হওয়ার পর যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে। সার্বক্ষনিক মোটরসাইকেলে টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে আজ বুধবার সকাল থেকে পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে মনিটরিংয়ে নামেন। সকাল ৯ টার দিকে শহরের হরিশপুর এলাকায় অবস্থান নেন তারা। পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে শহরের বড়হরিশপুর, স্টেশনবাজার সহ গুরুত্বপুর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় জেলা পুলিশ।
এবারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাটোরকে সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত সময় পর্যন্ত মাঠে থাকবে পুলিশ বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *