ফসলি জমিতে পুকুর খননে ৬ গ্রামের মানুষের ক্ষোভ

নাটোর অফিস॥
ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননে ক্ষুদ্ধ ৬ গ্রামের মানুষ বিক্ষোভ সহ মানববন্ধন করেছে। নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ধলাট, রবীরহাট, জয়নগর, পীরজিপাড়া ও শংকরভাগ গ্রামের মানুষ ধলাট ভেদরার বিলসহ বিভিন্ন বিলে নির্বিচারে আবাদি জমিতে পুকুর খননের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠছে। এসব অবৈধ পুকুর খননের প্রতিবাদে এই ৬ গ্রামের মানুষ বিক্ষোভ সহ মানববন্ধন করেছে। আজ শনিবার বিকালে বড়হরিশপুর জয়নগরের রবীরহাট ব্রিজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হরিশপুর ইউনিয়ন যুবলীগ নেতা মহাসিন শেখ, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য শুকুর আলী মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক পার্টির ( জাতীয় পার্টি) সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবৈধ পুকুর খননের প্রতিবাদ জানিয়ে বলেন, পুকুর খননে কয়েকজন ব্যক্তি লাভবান হলেও হাজার হাজার কৃষকের চরম ক্ষতি হচ্ছে। ভেদরা বিলের ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। নতুন করে এই বিলে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোর শষ্যভান্ডার হিসাবে পরিচিতি পেলেও দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *