বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

  1. নাটোর অফিস
  2. নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে ওই উদ্বোধন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাথমিকভাবে এগার কোটি ৩ লাখ ৫২ হাজার ৯৭৮ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
    বনপাড়া কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তৃতা করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, ডিডিএলজি গোলাম রাব্বী, প্রকল্প পরিচালক মীর আব্দুস সাহিদ, তত্বাবধায়ক প্রকৌশলী শামীম আহমেদ, ইউএনও জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, মিজানুর রহমান, আতাউর রহমান আতা, মোয়াজ্জেম হোসেন বাবলু, সুরাইয়া কলি প্রমুখ। পৌর সচিব জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে ১২টি ওয়ার্ডের প্রায় ১০ হাজার নাগরিক এই সুবিধার আওতায় আসবে। এদিকে প্রধান অতিথি মঞ্চে উঠার আগে বনপাড়া কলেজের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *