নাটোরে প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও’র দাবীতে মানববন্ধন

নাটোর অফিস ॥
নাটোরে প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে নাটোর প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসুচি পালন করেন। মানববন্ধনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু, সংগঠনের নাটোর জেলা শাখার আহবায়ক আকরাম হোসেন, শিক্ষক শারমিন ইসলাম, জেলা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই গেজেটের আলোকে কিছু প্রতিবন্ধী বান্ধব মানুষ তাদের সামর্থ অনুযায়ী সারাদেশে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠান সমুহ দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অনুমোদন সপেক্ষে প্রতিবেদন আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবী পুরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন শেষে শিক্ষক নের্তৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *